দুবাই থেকে স্বর্ণ এনে ধরা, জেল-হাজতে প্রেরণ

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

দুবাই থেকে স্বর্ণ এনে ধরা, জেল-হাজতে প্রেরণ

বাংলা সিলেট ডেস্ক: দুবাই থেকে প্রায় দুই কেজি স্বর্ণ গলিয়ে পরণের কাপড়ে লাগিয়ে নিয়ে আসা সেই ‘স্বর্ণমানবকে’ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আলীম উদ্দিন (৩৬) নামের ওই যাত্রী সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। জেল হাজতে প্রেরণের তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

তিনি জানান, স্বর্ণ চোরাচালানের ঘটনায় শুক্রবার রাতে কাস্টমস কর্তৃপক্ষ আলীম উদ্দিনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করে। তার কাছ থেকে ২ কেজি ১৯৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন আলীম উদ্দিন। গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ তাকে তল্লাশি করে পরণের চারটি আন্ডারওয়্যারসহ পরণের অন্যান্য কাপড়ে স্বর্ণের অস্তিত্ব পান। পরে কাপড় পুড়িয়ে ২ কেজি ১৯৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।