ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিলেটের কৃতিসন্তান মুশফিকুল ফজল আনসারী বলেছেন- সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কার্যক্রম ও সেবা নিশ্চিত করা। বিশ্বের সবচেয়ে বড় বড় বিমান কোম্পানিগুলোর উড়োজাহাজ এখানে উঠানামা করবে। মানুষের উড়োজাহাজ বেছে নেওয়ার সুযোগ থাকবে। সিলেটবাসীর সেই স্বপ্ন পূরণ হয়েছে আজ।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ফ্লাইট চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুশফিকুল ফজল আনসারী আরও বলেন- দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা অতুলনীয়। আর সেই রেমিট্যান্স যোদ্ধাদের বৃহদাকার অংশ সিলেটের মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটবাসী দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখলেও তাদের কাঙ্ক্ষিত এই বিমানবন্দরটিতে আন্তর্জাতিক মানের সেবা ও সুযোগ-সুবিধার তেমন একটা উন্নতি হয়নি। তবে আজকের এই অনুষ্ঠানের মধ্যদিয়ে সিলেটবাসীর জন্য নতুন একটি মাত্রা শুরু হলো। আমি আশা করছি, এই যাত্রা অব্যাহত থাকবে।
বক্তব্যে বিমান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন- প্রায় ২ ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে ঘুরাঘুরি করে বুঝলাম, উন্নয়নের নামে বিমানবন্দর প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বিষয়টি খুব সুক্ষ্মভাবে আমাদের বিমান উপদেষ্টা ধরতে পেরেছেন। সে কারণে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।
আনসারী বলেন- আমি বলছি না যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের সব সেক্টর ভালোভাবে কাজ করছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে বেশিরভাগ সেক্টরই ঠিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। যার প্রমাণ আজকে পাওয়া গেল।
কার্গো ফ্লাইট কার্যক্রম চালুর মাধ্যমে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে- এমন মন্তব্য করে আওয়ামী লীগের আমলে নির্বাসিত-নির্যাতিত হওয়া সিলেটের এই কৃতিসন্তান বলেন- আগে আমাদের কার্গো ফ্লাইটের জন্য অন্য দেশকে ব্যবহার করা হতো। আর এখন আমাদের দেশ থেকেই কার্গো ফ্লাইট শুরু হয়েছে। সিলেট থেকে সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট রাখা যাবে বলে আমি প্রত্যাশা করছি।
উল্লেখ্য, দীর্ঘ প্রত্যাশার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত ৮টা ৮ মিনিটে ৬০ টন পণ্য নিয়ে সিলেট এয়ারপোর্ট থেকে স্পেনের উদ্দেশে উড়াল দেয় মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানার একটি এয়ারবাস।
ফ্লাইটের উদ্বোধন উপলক্ষ্যে ওসমানী বিমানবন্দরে আয়োজন করা হয় এক আড়ম্বর অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
অনুষ্ঠানের আগে উপদেষ্টাসহ অতিথিরা কার্গো কমপ্লেক্স ঘুরে দেখেন।
বিমানবন্দর সূত্র জানায়, রোববার বিকেল পৌনে ৫টায় ওসমানীতে পৌঁছায় কার্গো ফ্লাইট-৩৩০। এটি অবতরণের পর শুরু হয় পণ্য লোডের কার্যক্রম। সন্ধ্যা পর্যন্ত ৬০ টন মালামাল লোড করা হয়। লোড হ্যান্ডেলিংয়ের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ এয়ারলাইস কর্তৃপক্ষ। নিরাপত্তা দেন বেবিচক কর্মীরা।
প্রথম ফ্লাইটে ঢাকার এমজিএইচ গ্রুপ ও অরিজিন সলিউশন্সসহ আরেকটি কোম্পানির গার্মেনসট পণ্য রপ্তানি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ৮টা ৮ মিনিটের সময় ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে আকাশে ডানা মেলে।
এ সময় অতিথিরা ছাড়াও বিভিন্ন এয়ারলইন্সের কর্মকর্তা এবং ঢাকার রপ্তানিকারকসহ সিলেটের সুধিজনরা উপস্থিত ছিলেন।
আগে সিলেট থেকে যাত্রীবাহী বিমানে কিছু পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো। এবার শুরু হলো কার্গো ফ্লাইট। ঢাকার পর সিলেটে থেকে এ ফ্লাইট শুরু হওয়ায় খুশি রপ্তানিকারকসহ সিলেটের ব্যবসায়ীরা। সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD