সিলেটে ৩ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

সিলেটে ৩ ছিনতাইকারী আটক

বাংলা সিলেট ডেস্ক: সিলেটে পৃথক স্থানে ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) বিকালে এ দুটি ঘটনা ঘটে।

আটক ৩ ছিনতাইকারী হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউরা দক্ষিণ গ্রামের জামাল আহমদের ছেলে মাসুম আহমদ (২৬) ও সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর (২৭ নং ওয়ার্ড) এলাকার মৃত আজগর আলীর ছেলে রাজু রহমান (২৫), এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার সুলতানপুর গ্রামের ইলু মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৭)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শনিবার বিকাল সোয়া ৪টার দিকে সিলেট কোতোয়ালি ধানাধীন মধুশহীদ এলাকায় ছিনতাইকালে রাজু ও মাসুমকে আটক করে লামাবাজার ফাঁড়ির পুলিশ।

এসময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও চাকু জব্দ করে।

অপরদিকে, একই সময়ে মহানগরের বন্দরবাজার এলাকার মহাজনপট্টির সামনে ছিনতাইকালে চাকুসহ ছিনতাইকারী জুয়েলকে আটক করে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ।

পরে ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।