ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (রুইঘর) গ্রামে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তারা দুজন পরস্পরের আত্মীয় বলে জানা যায়।
সোমবার পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা।
নিহতরা হলেন, গোলাপগঞ্জের উত্তর গোয়াসপুর (রুইঘর) গ্রামের তমজিদ আলীর ছেলে ফরিদ আহমদ (৪৫) ও সিলেটের কানাইঘাট উপজেলার সড়কেরবাজার এলাকার সৈয়দুর রহমানের ছেলে রুবেল আহমদ (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল পর্যন্ত ফরিদ ও রুবেল উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বসতঘরের একটি কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। দীর্ঘসময় দরজা না খুলায় স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে দেখতে পান তাদের দুজনের নিথর দেহ মাঠিতে পড়ে আছে। পরে স্বজন এবং এলাকাবাসসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, জানতে পেরেছি তারা রেগুলার মাদক সেবন করতেন । ধারণা করছি, অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে এই যুবকের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ রিপোর্ট আসলে জানা যাবে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD