ঢাকা ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মে ৭, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবির হাওর বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবির হাওর বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় লেহেঙ্গা, স্কিনশাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপজিক্রিম, নিভিয়াসফট ক্রিম, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রিপিস, ফ্রগ, বাচ্চাদের এ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতিচাল, বিস্কুট এবং মদ আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫শ ৯৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD