সিলেটের সাদাপাথরে ১৪ জনের জেল, নৌকা ভাং চু র

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

সিলেটের সাদাপাথরে ১৪ জনের জেল, নৌকা ভাং চু র

বাংলা সিলেট ডেস্ক: দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। এর বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ১৪ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও ৬০টি নৌকা ভেঙ্গে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে অভিযানে সাদাপাথর বুঝাই গাড়ি পেলেও সেগুলো আটক কিংবা ধ্বংস করা হয়নি। ইউএনও বললেন, পাথর বোঝাই গাড়ির বিষয়ে ওসি সাহেবকে বলা হয়েছে। আর ওসি বললেন, তিনি জানেন না।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।

উপজেলা প্রশাসন পুলিশ বিজিবি ও আরএনবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে ১৪জন পাথর লুটপাটকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন পিজুস কুমার দাস, রিপন মিয়া, মো মুসা মিয়া, আরিফ মিয়া, মো. মোবারক হোসেন, হযরত আলী, মো. রাসেল মিয়া, মো. জসিম মিয়া, সামছুল হক, মো. শফিকুল ইসলাম, আলী হোসেন, রাজিব হোসেন, ফয়সল আহমদ ও দেলোয়ার হোসেন। তাদের প্রত্যককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে পাহাড় থেকে নেমে আসা ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। নদীতে পানি বাড়ায় নৌকা দিয়ে সাদাপাথর লুটপাট শুরু হয়।

এসব কাজের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে অভিযানে নামে টাস্কফোর্স। অভিযানে সাদাপাথর বোঝাই ইঞ্জিন চালিত ও বারকির ৬০টি নৌকা ধ্বংস করা হয় এবং পাথর লুটপাটের সাথে জড়িত থাকায় ১৪ জনকে দেয়া হয় কারাদণ্ড। তবে নৌকা ঘেঁষা সাদাপাথর বোঝাই গাড়ি থাকলেও সেগুলো আটক কিংবা ধ্বংস করেননি ইউএনও।

অভিযানে অংশগ্রহণকারী একজন জানিয়েছেন সামনে থাকা সাদাপাথর বোঝাই ট্রাক্টর ও স্তুপ করা পাথর জব্দ করার কথা বললেও ইউএনও আগ্রহ দেখাননি। শুধু নৌকায় অভিযান দিয়ে ভাঙ্গচুর করা হয়েছে। কিন্তু নদীর পাড় ঘেঁষা হাজার হাজারঘনফুট পাথর স্তুপ করে রাখা থাকলেও সেগুলো জব্দ করা হয়নি। তাছাড়া অভিযানের সামনে সাদাপাথর বুঝাই ট্রাক্টর গাড়ি থাকলেও সেগুলো আটক করা হয়নি কোন এক অজানা কারণে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান সকালে ইউএনও অভিযানের জন্য আমার কাছে ফোর্স চেয়েছেন আমি দিয়েছি। বিকেলে আবার ফোন করে আরো ফোর্স পাঠানোর জন্য বলেছিলেন কিন্তু এর কিছুক্ষণ পর অভিযান শেষ হওয়ার আর ফোর্স দেওয়া হয়নি। তবে কি জন্য আরো ফোর্স চেয়েছেন তা আমাকে বলেননি। পাথর বোঝাই ট্রাক্টর আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ইউএনও আমাকে এ বিষয়ে কিছুই বলেননি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে অভিযানে ১৪ জনকে আটক করে ২ বছর করে জেল দেওয়া হয়েছে। নৌকাতে অভিযান দেওয়া হয়েছে তবে তীরে থাকা পাথর বোঝাই গাড়িগুলো ধরতে ওসিকে বলেছি। তিনি পুলিশের টহল দল পাঠাবেন।