সিলেটে তাপপ্রবাহ, ভ্যাপসা গরম আর কত?

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫

সিলেটে তাপপ্রবাহ, ভ্যাপসা গরম আর কত?

বাংলা সিলেট ডেস্ক: সিলেটসহ দেশের ২৬ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া শুক্রবার দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। এসময় তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা না থাকলেও শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিনও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেটের কোথাও এক ফোটা বৃষ্টি হয়নি।

শনিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।