ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: সিলেটের কানাইঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় তিন চালককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাইক্রোবাস চালক কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের উমাগড় গ্রামের নিখিল দাসের ছেলে শুভঙ্কর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে ক্যারিকাভ চালক বাবুল আহমদ (২৮) ও চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক ফাহাদ মিয়া (২৫)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার রাতে মায়ের সাথে ঘুমাতে যান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী। রাত ১টার দিকে মা ঘুম থেকে উঠে দেখতে পান মেয়ে ঘরে নেই। ঘরের দরজা খোলা।
পরদিন বুধবার সকালে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রামের বালুচরে স্থানীয়রা জামাকাপড় ছেঁড়া অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায় তিন জন লোক তাকে ধর্ষন করেছে। স্থানীয় লোকজনও জানান, বীরদল খালোমোরা এলাকা থেকে গাড়িতে করে শুভঙ্কর, বাবুল ও ফাহাদ ওই তরুণীকে নিয়ে যেতে তারা দেখেছেন।
বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন ধর্ষিতাকে কানাইঘাট থানায় নিয়ে আসলে পুলিশ তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে পাঠায়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত তিনজনকে।
তরুণীর মা জানান, তার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। মাঝে মধ্যে সে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসতেন।
মঙ্গলবার রাতে একইভাবে সে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, গ্রেফতারকৃত তিনজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষনের ঘটনায় মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD