বিষপান করে ভাইকে কল, অতঃপর…

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

বিষপান করে ভাইকে কল, অতঃপর…

আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জে বিষপানে আকছার মিয়া(৩৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও নিহতের পরিবারের লোকজন জানান, নিহত আকছার টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সকালে বের হতেন টমটম নিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরতেন। রাতে নিজের গাড়ির গ্যারেজে ঘুমাতেন এভাবেই তার দিন পার হত।

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার গাড়ি নিয়ে বের হন আকছার এবং বিকেলের দিকে গাড়ি নিয়ে বাড়ি ফেরেন। রাতে খাওয়া দাওয়া করে বাড়ির অদূরে নিজের টমটম গ্যারেজে ঘুমাতে যান তিনি।

আকছার মিয়ার বড় ভাই মো: মদরিছ মিয়া বলেন, রাত ১টার দিকে আকছার আমার ফোনে কল দিয়ে বলেন আমি বিষ খেয়েছি তোমরা আসো। তৎক্ষণিক তার কাছে যাই আমরা এবং তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই তাকে। পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকছার।

নিহত আকছার মিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।