ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (৪ জুলাই) আনুমানিক ভোর সোয়া ৫ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলা জেলার দৌলতখান থানার চরসবি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. হান্নান (৩৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর এলাকার মো. সেলিমের ছেলে মো. জামাল মিয়া (২৭)।
জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার (৪ জুলাই) আনুমানিক ভোর সোয়া ৫ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৭নং জগদীশপুর ইউনিয়নের জগদীপুর সাকিনস্থ মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD