ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সেমবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের পাড়ুয়া ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সুমন মিয়া কোম্পানীগঞ্জের পাড়ুয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে। এ ঘটনায় রাসেল (২৫) ও দুলাল (৩০) নামে আরও দুইজন আহত হয়েছেন। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, কোম্পানীগঞ্জের পাড়ুয়া ডাকঘর নামকস্থানে পাকা রাস্তার উপর দুই মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD