ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচার কাজে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বড়ধলীয়া গ্রামের তেমুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন নরসিংদী জেলার বিলাসদী গ্রামের ওসমান ভূইয়ার ছেলে মো. মাহফুজ ভূইয়া (২৯) এবং শফি মোল্লার ছেলে মো. সোহাগ (২৮)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের পূর্বক ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD