ঢাকা ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সোমবার (২৮ অক্টোবর) সকালে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন দাঁড়ীপাতন চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং সিলেটের জকিগঞ্জ থানার গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর সাবুল আহমদ (৪০)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD