ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটে আমীর আলী নামে এক চা বাগান কর্মচারী লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টায় বিমানবন্দর এলাকার বাইপাস পয়েন্টের পাশের সেতুর নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আমীর আলী (৬০) সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের পীরের গাওঁ গ্রামের মৃত তাহির আলী ছেলে। তিনি মালনীছড়া চা বাগানের কর্মচারী ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান ও খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন।
নিহত আমীর আলীর ছেলে বাচ্চু মিয়া বলেন, ‘আমার বাবা হাই প্রেসারের রোগী, আবার দুই বার স্টোক করেছিলেন। আমি ধারণা করছি স্টোক ও হাই প্রেসারের কারণে আমার বাবার মৃত্যু হতে পারে। আমরা চাচ্ছি আমার বাবার লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে।’
ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমীর আলী নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া নিতে চায়। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD