ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ‘গুলিতে’ জমির আহমদ (২৩) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
আজ বুধবার (৬ নভেম্বর) বিকাল তিনটার দিকে সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ী বিজিবি ক্যাম্পের কোন বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে ঐ যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সিলেটভিউকে বলেন, ‘শুনেছি ভারতীয় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে ঐ যুবক নিহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD