ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজিচালিত অটোরিকশা চালক সুজিত দাস (৩০) হত্যাকাণ্ডে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। পরে ছিনতাই হওয়া অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের আনসার আলীর ছেলে হত্যাকাণ্ডের মুল হোতা আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলী ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের শিবলু মিয়া (২০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, তথ্যপ্রযুক্তি ও র্যাব-৯ এর সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যমতে গাড়িটি ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ড করেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা জানতে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে। বুধবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে অটোরিকশা চালক সুজিত দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজিত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়; ওই চালকের গাড়িটি ছিনতাইয়ের জন্য গলা কেটে তাকে রানীগঞ্জ সেতুতে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গত সোমবার রাতে সুজিতের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD