ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: জুলাই-অগাস্টের গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান, এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ আট কর্মকর্তার বিরুদ্ধে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটির দায়’ প্রাথমিকভাবে তদন্তে পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারসহ তিন সদস্যের ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে।
প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে আসামীদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, “তারা যে অপরাধ করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে”।
শুনানিতে আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি করে ছাত্র হত্যা, গুম করা, আয়না ঘরে আটক, নির্যাতন, গণহত্যা, পরিকল্পনা ও ষড়যন্ত্র, লাশ পুড়িয়ে দেয়ার মতো মানবতাবিরোধী অপরাধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন মি. ইসলাম।
শুনানি চলাকালে দুই আসামি এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ‘আসামির ডক’ থেকেই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ চিৎকার করে অস্বীকার করেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD