ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: আজ এম. ইলিয়াস আলী গুমের ১৩ বছর। তবুও তার খোঁজ মেলেনি। সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী ২০১২ সালের এইদিন রাতে ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। এরপর কেটে গেছে একযুগ—জীবনের অনেকটা সময়। কিন্তু থেমে নেই অপেক্ষা। এখনও বুকের ভেতর আশার আগুন জ্বালিয়ে রেখেছেন তার পরিবার ও সিলেটের কোটি নেতাকর্মী।
ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি জানেন না, তিনি আদৌ আর কখনও শুনবেন সেই স্নেহভরা “মা” ডাক। সন্তানের ফিরে আসার আশায় এখনও চেয়ে থাকেন পথের দিকে। আর স্ত্রী তাহসিনা রুশদী লুনা এখনো বিশ্বাস করেন—একদিন তার স্বামী ফিরে আসবেন।
গত ১৩ বছরে ইলিয়াস আলীকে নিয়ে বহু গুঞ্জন, অনেক বক্তব্য ও ভিডিও সামনে এলেও, পরিবার ও নেতাকর্মীরা সবসময়ই থেকেছেন অবিচল। তাদের বিশ্বাস—ইলিয়াস আলী এখনও বেঁচে আছেন এবং কোনো একদিন ফিরে আসবেন, ফিরিয়ে আনবে এই দেশের বিবেক। লুনা আজ শুধু একজন স্ত্রীর নাম নয়, হয়ে উঠেছেন নেতা ইলিয়াসের প্রতিনিধি। সিলেট-২ আসনে আজ তার নামেই আশাবাদী নেতাকর্মীরা। বিভিন্ন সভা-সমাবেশ, মিছিল, ইফতার মাহফিল—সবখানেই উচ্চারিত হয় একটি দাবি: “ইলিয়াস আলীর খোঁজ দাও, তাকে ফিরিয়ে দাও।”
বিএনপির নেতারা বারবার বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলেই গুম করা হয়েছিল ইলিয়াস আলীকে। আর আজ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চান সেই গুমের রহস্য উদঘাটন হোক, জড়িতদের বিচার হোক, আর ফিরিয়ে দেওয়া হোক এম. ইলিয়াস আলীকে—জীবিত অবস্থায়। এটা শুধু একটি পরিবারের নয়, পুরো একটি জনগোষ্ঠীর হৃদয়ের গল্প—একজন প্রিয় নেতার ফিরে আসার জন্য দীর্ঘ ১৩ বছরের অশ্রুসিক্ত অপেক্ষার গল্প।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD