ঢাকা ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: লালমনিরহাট সদর উপজেলায় ধরলা নদীতে ডুবে এরফান আলী (১২)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার সুজাত হোসেন দুলুর ছেলে। রবিবার বিকেলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী ঐ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ধরলা নদী চর থেকে ব্যাপারীটারি যাওয়ার পথে শিশু এরফান ধরলা নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন রবিবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে অনেক খোজাখুজির এক পর্যায়ে দুপুরের দিকে কুলাঘাট ইউপির খাড়ুয়া ঘাট এলাকায় ধরলা নদীতে এরফানের মরদেহ ভেসে উঠে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশু এরফানের মরদেহ উদ্ধার করেন।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD