ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪
কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. ওবায়দুল হক (৩৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাকে সযোগিতাকারী স্থানীয় দুজনকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রাম সীমান্ত থেকে তাকে তাদের আটক করে বিজিবি। পরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে আদালতের নির্দেশে এ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আটকদের মধ্যে ওবায়দুল হক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার নাঙ্গলমোড়া গ্রামের সৈদুল হকের ছেলে। আর তাকে সহায়তাকারী দুজন হলেন- উপজেলার ভালুকমারা গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. আজমল (১৮) ও একই গ্রামের আব্দুল্লাহ হাফিজের ছেলে রিয়াজ উদ্দিন (১৯)।
শুক্রবার কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র লোভাছড়া বিওপি’র একটি টিম বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রাম সীমান্ত থেকে এ তিনজনকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের একটি হোটেলে চাকরির জন্য ওবায়দুল হক অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। এ বিষয়ে স্থানীয় আজমল ও রিয়াজ উদ্দিন তাকে সহায়তা করতে সেখানে ছিলেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD