ঢাকা ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরেরবাজার এলাকায় রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান।
নিহত নিপেশ তালুকদার (৪০) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিপেশ সিলেটের জালালাবাদ থানার তেমুখি এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক বলেন, “নিপেশ প্রতিদিন বাইসাইকেলে করে বাজারে বাজারে পান-সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করত। রোববার রাতে মালামাল বিক্রি শেষে পীরের বাজারের যাওয়া মাত্রই ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
“পরে সে রক্তাক্ত অবস্থায় বাজারের ব্যবসায়ীদের দোকানের সামনে গিয়ে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।”
এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে ওসি এনামুল হক চৌধুরী জানান।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD