ঢাকা ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে কাপড় ব্যবসায়ী আব্দুল হাইকে (৬০) প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কাপ্তান মিয়া নামে একজনকে বিদেশে পালানোর সময় গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এছড়া হত্যাকাণ্ডে জড়িত কাজল-মিনারা দম্পতিকে মঙ্গলবার ভোরে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতাররা হলেন, গাদিশাইল গ্রামের কাজল মিয়া (৫০) ও তার স্ত্রী মিনারা খাতুন (৪৫) এবং ডুলনা গ্রামের মরম আলীর ছেলে কাপ্তান মিয়া।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, কাজল-মিনারা দম্পতি হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং দুজনই প্রকাশ্য হত্যাকাণ্ডে জড়িত। মঙ্গলবার ভোররাতে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামি ডুলনা গ্রামের মরম আলীর ছেলে কাপ্তান মিয়াকে সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিনারা খাতুন, কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়াদের সাথে ডুলনা গ্রামের একটি জায়গা নিয়ে আব্দুল হাইয়ের বিরোধ ছিল।
জানা যায়, শনিবার দুপুরে আব্দুল হাই সেই জায়গার বাঁশ কাটতে যাওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।
নিহত আব্দুল হাই একই উপজেলার জারুলিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আসামপাড়া বাজারে কাপড়ের ব্যবসায়ী। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী সাদিয়া আক্তার ৮ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD