ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার সেই ৬ জন রাজমিস্ত্রী শ্রমিককে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে এদের উদ্ধারের তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজদের ৪ জন স্বজন কক্সবাজারের টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রাজারছড়া পাহাড় থেকে নিখোঁজদেরকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে- ওই ৬ জন রাজমিস্ত্রীকে অপহরণ করে পাহাড়ে জিম্মি করে রাখা হয়েছিল। পুলিশের অভিযানে অপহৃতদের উদ্ধার করা হলেও অপহরণকারী কাউকে আটকের খবর জানা যায়নি।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে নিখোঁজ রশিদ আহমদ কল করে নিখোঁজ এমাদ উদ্দিনের ভাই বাহার উদ্দিনকে জানিয়েছিলেন, তাদেরকে ট্রলারে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলেনি রশিদ।
এ প্রসঙ্গে বাহার উদ্দিন বলেছেন, নিখোঁজ রশিদ আহমদ তাকে বলেছেন টেকনাফ থেকে তাদের ট্রলারে করে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। গনমাধ্যম কর্মীদের বাহার উদ্দিন আরও বলেন, মঙ্গলবার দুপুরে বিদেশি একটি নাম্বর থেকে তার মুঠোফোনে কল করে ইন্দোনেশিয়ার বিষয়টি জানানো হয়। তবে রশিদ এর বাইরে কিছু বলেননি। কিন্তু অবশেষে পুলিশ টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে নিখোঁজদের উদ্ধার করে।
উল্লেখ্য গত ১৫ এপ্রিল বিকেলে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ৬জন কাজের খোঁজে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। ১৬ এপ্রিল কক্সবাজার পৌঁছার পর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এরা হলেন, মো. লুকুছ আলীর ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), আব্দুল মান্নানের ছেলে এমাদ উদ্দিন (২২), সুফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত ছবর আলীর ছেলে আব্দুল জলিল (৫৫)। তারা সকলেই সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাবাজার এলাকার পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা।
নিখোঁজদের অক্ষতবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জ থেকে কাজের উদ্দেশ্য কক্সবাজার গিয়ে নিখোঁজ হওয়া ৬ জন রাজমিস্ত্রী শ্রমিককে টেকনাফ থানা পুলিশ অক্ষতবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশকে খবর জানিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না তা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD