ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথরবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা এক পুলিশ সদস্যকে আটক করেন। তিনি কানাইঘাট থানায় কনস্টবল পদে কর্মরত রয়েছেন। তাঁর নাম নারায়ণ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, লোভাছড়া নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের জ্যাকেট পরা এক ব্যক্তিকে নানা প্রশ্ন করছেন লোকজন। তার দুই পকেট থেকে কয়েকবারে বেশ কিছু টাকা বের করেছেন তাঁরা।
স্থানীয়রা জানান, কানাইঘাটের লোভাছড়া কোয়ারির প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর নিলাম দরপত্রের মাধ্যমে পিয়াস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ইজারা নিয়েছে। তবে পাথর বিক্রির অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। এর মধ্যে কিছু অসাধু লোক নিলামে ক্রয়কৃত পাথর চুরি করে নিয়ে যাচ্ছিলেন।
অভিযোগ রয়েছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করেই পাথরগুলো চুরি করা হচ্ছে। এতে নৌকাপ্রতি নির্দিষ্ট পরিমাণ টাকা পান পুলিশের কিছু অসাধু কর্মকর্তা।
এ বিষয়ে কানাইঘাট থানার ওসিকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD