ঢাকা ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় দীনেশ চন্দ্র সরকার ৭৫ নামের এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে চট্রগ্রাম গামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলো। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দীনেশ চন্দ্র সরকার মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডর বারইকোনা এলাকার যোগেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে।
নিহতের ছেলে জীবন কৃষ্ণ সরকার জানান, ফেসবুকে দূর্ঘটনার খবর দেখে আমরা বাবার লাশ নেওয়ার জন্য শ্রীমঙ্গল রেলওয়ে থানায় এসেছি। আমার বাবা একজন পল্লী চিকিৎসক ছিলেন। মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা বাজার শান্তি নিকেতন নামে একটি ফার্মেসির ব্যবসা রয়েছে তার।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার জানান, ট্রেন দূর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরে নিয়ে আসেন। মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসার পুর্বেই মারা যান তিনি। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করি।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD