ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা সিএনজিচালিত আটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন কারণে তিনি সিলেটে ব্যাপক আলোচিত-সমালোচিত। জাকারিয়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ তেকে রিমান্ড নেওয়ার আবেদন করেছে।
জানা গেছে, জাকারিয়া আহমদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
এছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে দাপট দেখিয়ে চলতেন জাকারিয়া। তার ডাকে শ্রমিকরা কোনো কারণ ছাড়াই সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD