সিলেটে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবহন শ্রমিক নেতা জাকারিয়ার জামিন!

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

সিলেটে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবহন শ্রমিক নেতা জাকারিয়ার জামিন!

নিজস্ব প্রতিবেদক:  গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে জামিন পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (চট্ট-৭০৭) সভাপতি মো. জাকারিয়া আহমদ।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জাকারিয়াকে মহানগরের মদিনা মার্কেটস্থ তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে আসামির আইনজীবি জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর করেন।

গ্রেফতারের তথ্য সকালে নিশ্চিত করেছে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

ওসি এসময় বলেন- জাকারিয়াকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। বিজ্ঞ আদালত মঞ্জুর করলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো।

ওসি জানান, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়েরকৃত ৫টি হত্যা-নাশকতা মামলার আসামি জাকারিয়া আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ