ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটে দুর্বৃত্তদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
অভিযোগ করেছেন সিলেট সদর উপজেলার টিলাপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে ময়না মিয়া।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার কলেজপড়ুয়া ছেলে সুয়েব উদ্দিন ও দুই ভাতিজা লিমন আহমদ এবং মারজান আহমদ তাহিন (১৬) সালুটিকর ডিগ্রি কলেজে যথাক্রমে এইচএসসি দ্বিতীয় ও প্রথমবর্ষের শিক্ষার্থী। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িতদের হুমকি ধমকির শিকার হন।
বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিলেট সদর উপজেলার কান্দিরপাড়া গ্রামের দুলাল মিয়ার দোকানের সামনে পৌঁছালে একই গ্রামের বাবুল মিয়া ও তার তিন ছেলে এমরান আহমদ, কামরান আহমদ, রেদওয়ান আহমদ, মনির আলীর দুই ছেলে হুমায়ুন মিয়া ও বাহার মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD