মৌলভীবাজার সীমান্তে আটক ৫৯ জনকে থানায় হস্তান্তর

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

মৌলভীবাজার সীমান্তে আটক ৫৯ জনকে থানায় হস্তান্তর

বাংলা সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে দুই দিনে পুশইন হওয়া ৫৯ জনকে আটক করে গতকাল শুক্রবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি। মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মো. আবুল কাসেম সরকার ও কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, গত দুই দিনে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে কমলগঞ্জের দল‌ই সীমান্ত থেকে আটক ১৫ জন এবং বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে আটক ৪৪ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশুরা।

তারা সবাই বাংলাদেশের নড়াইল, খুলনা, বাগেরহাট, সিলেটসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের আত্মীয়-স্বজন ও পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, পরিচয় যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।