ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫
বাংলা সিলেট ডেস্ক: সরকার মব জাস্টিস ও নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, শুধু পাটগ্রামেই নয়, সারা দেশে মব জাস্টিস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তবেই নির্বাচন।
শুক্রবার সকালে সৈয়দপুর বিমান বন্দরে ডা. শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, পাটগ্রামসহ সারা দেশে আমাদের চোখের সামনে যে পরিস্থিতি বিরাজ করছে, এ অবস্থায় কোনভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ জন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।
তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে। সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।
ডা: শফিকুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী সব সময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা আমরা ১৯৭২ সাল থেকেই বলে আসছি।
এরপর ডা. শফিকুর রহমান বিকাল ৩টায় রংপুরে আয়োজিত একটি জনসভায় যোগ দিতে সৈয়দপুর ত্যাগ করেন।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD