ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙিয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ জন যুবলীগের কর্মী।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতৃবৃন্দরা। পরে তাদের পুলিশে দেয়া হয়। আটককৃতরা হলেন, ঘোষপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোলেমান হোসেন (৬২), কলেজপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (২৭) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ।
পুলিশ জানায়, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি শুনা মাত্র আমাদের ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা তাদের খুজা শুরু করে। পরবর্তীতে তাদের আটক করে পুলিশে দেয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগের কর্মী।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD