ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জের ‘সানি’ হত্যার ঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের করেছেন নিহত সানির বাবা। আদালতের দায়ের করা মামলায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনে আসামীর তালিকায় যারা আছেন।
৩৫ নং আসামী উপজেলা ভ‚মি অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অভিজিৎ রায়,৩৬ নং গোলাপগঞ্জ মডেল থানার সাবেক ওসি মাসুদুল আমিন, ৩৭ নং গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার , ৩৮ নং পুলিশ পরিদর্শক (অপারেসন্স) শংকর নন্দী মজুমদান, ৩৯ নং এসআই রাজিব কুমার রায় , ৪০ নং এসআই এখলাছ ৪১ নং এসআই হাফিজুর রহমান, ৪২ নং এসআই আসিফ ইকবাল,৪৩ নং এসআই বিকাশ সরকার , ৪৪। এএসআই সমীরন চন্দ্র দেব।
আজ সোমবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির কুমারপাড়া শিলঘাট গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে নিহত সানির পিতা মোঃ কয়ছর আহমদ (৬০)।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD