গোলাপগঞ্জের ‘সানি’ হত্যা: আদালতের মামলায় যারা হলেন…

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪

গোলাপগঞ্জের ‘সানি’ হত্যা: আদালতের মামলায় যারা হলেন…

নিজস্ব প্রতিবেদক:

১। শেখ হাসিনা,সাবেক প্রধানমন্ত্রী (৭৪), ২। আছাদুজ্জামান খাঁন কামাল (৬০) ,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ৩। নুরুল ইসলাম নাহিদ (৬৫), সাবেক সংসদ সদস্য (সিলেট-৬), ৪। আমিনুল ইসলাম রাবেল (৫৫),পিতা-নুর মিয়া,সাং-দাঁড়িপাতন ও সাবেক মেয়র গোলাপগঞ্জ পৌরসভা,সভাপতি পৌর আওয়ামীলীগ, ৫। সরওয়ার হোসেন (৬৫), পিতা-মৃত মদরিছ আলী,সাং-মোল্লাপুর,থানা-বিয়ানীবাজার, ৬। আব্দুল আহাদ (৫৫),পিতা-মৃত আব্দুর রহিম,সাং-চৌঘরী গীর্দ,থানা-গোলাপগঞ্জ,পুলিশ ও আওয়মীলীগের দালাল, ৭। সৈয়দ মিছবাহ (৬০),

৮। সৈয়দ জিল্লুর রহমান জিলু (৫৫), উভয় পিতা-মৃত সৈয়দ আনোয়ার হোসাইন,সাং-ঘোগারকুল,সদস্য জেলা আওয়ামীলীগ,৯। দেওয়ান মকসুদুল আলম (আউয়াল) (৫০) পিতা-অজ্ঞাত,সাং-চন্দ্রগ্রাম,থানা-বিয়ানীবাজার, ১০। বদরুল ইসলাম জামাল (৬০),পিতা-মছব্বির আলী,সাং- দত্তরাইল, ১১।

আব্দুল হান্নান (৬৫),পিতা-মৃত কুদরত আলী (কুদই) ,সাং-দত্তরাইল মিশ্রপাড়া,ঢাকাদক্ষিন,আ.লীগ নেতা, ১২। শিপন চন্দ্র শিবা (৪৫),পিতা-নারায়ন চন্দ্র,সাং-আদিনাবাদ খাফন,থানা-বিয়ানীবাজার, ১৩। ছাদেক আহমদ (৬০),পিতা-মৃত আয়ুব আলী,সাং-ফুলবাড়ী,সিনিয়র সহ-সভাপতি পৌর আ.লীগ নেতা, ১৪। আলাউর রহমান (৬০),পিতা-দরদ উল্লাহ,সাং-জাহানপুর-ইসলামপুর,থানা-শাহপরান (রহ.) আ.লীগ নেতা সিলেট,১৫। সেলিম আহমদ (৪৫) ,পিতা- মৃত সখাই,সাং-দক্ষিন রায়গড় দিঘিরপার, সাবেক মেম্বার,১৬।

সেলিম উদ্দিন মেম্বার (৫০),পিতা-মদরিছ আলী, সাং-কানিশাইল,আ.লীগ নেতা, ১৭। রাহেল সিরাজ (৩৩), ১৮। রুমেল সিরাজ (৪০),আ.লীগ নেতা, উভয় পিতা-উজ্জল আহমদ সিরাজ সাং-মাইজভাগ ভাদেশ^র,থানা-গোলাপগঞ্জ, সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রলীগ, ১৯। আব্দুল হাসিন মিন্টু (৫০), পিতা- সৈয়দ রকিব আলী, সাং- আমনিয়া,থানা-গোলাপগঞ্জ, উপজেলা আ.লীগ নেতা ও চেয়ারম্যান আমুড়া ইউনিয়ন, ২০। রুহিন আহমদ খান (৪৫),পিতা-মৃত তোতা মিয়া,সাং-টিকরবাড়ী,কাউন্সিলর ৫নং ওয়ার্ড,পৌরসভা,২১। আব্দুল হানিফ খাঁন (৪২),পিতা-মাহমুদ খাঁন,সাং-কিছমত মাইজভাগ,থানা-গোলাপগঞ্জ, ২২।

আলী আকবর ফখর (৪৫),পিতা-মৃত সিদ্দিক ঠিকাদার,সাং-ফুলবাড়ী,আ.লীগ নেতা,২৩। নাজিম উদ্দিন লস্কর উরফে দালাল লষ্কর (৫০),পিতা-আজির উদ্দিন লস্কর,সাং-ধারাভহর,থানা-গোপলাপগঞ্জ,২৪। আব্দুল হানিফ খাঁন (৪৫) ,পিতা- মাহমুদ খাঁন,সাং-কিছমত মাইজভাগ, চেয়ারম্যান, ফুলবাড়ী ইউনিয়ন ও আ.লীগ নেতা,২৫।

রুবেল আহমদ (৩৫),পিতা-ফকির মিয়া,সাং-লাখাউড়া,থানা-এয়াপোর্ট,মহানগর ছাত্রলীগ নেতা, ২৬। ফয়ছল আহমদ (৫৫), পিতা-নুর মিয়া,সাং-দাঁড়িপাতন থানা-গোলাপগঞ্জ,উপজেলা আ.লীগ নেতা,সদস্য জেলা পরিষদ,২৭। জেবুল আহমদ (৬০),পিতা-অজ্ঞাত,সাং-রামপাশা,চেয়ারম্যান,লক্ষিপাশা ইউনিয়ন ও উপজেলা আ.লীগ নেতা,২৮। জামিল আহমদ উরফে উদয় জামিল (৫৫),পিতা- আয়ুব আলী,সাং-নগর ঢাকাদক্ষিন,আ.লীগ নেতা,

২৯। লাভু আহমদ (৩৭),পিতা-সিরাজ উদ্দিন,সাং-পশ্চিম ঘুগারকুল,থানা-গোলাপগঞ্জ,৩০। জালাল মাস্টার (৫০),পিতা-অজ্ঞাত,সাং-জলডুপ খালাইউরা,থানা-বিয়ানীবাজার,৩১। এনু মিয়া (৪০),পিতা-মৃত নিছার আলী,সাং-বাউরভাগ,থানা-বিয়ানীবাজার,৩২। ইমন আহমদ (৩২),পিতা-তাউহিদুর রহমান ওসমানী,সাং-নিদনপুর,থানা-বিয়ানীবাজার,৩৩। আব্দুল আহাদ (৪৫),পিতা-মৃত বশির উদ্দিন,সাং-মাটিকাটা মোল্লাপুর,থানা-বিয়ানীবাজার,আ.লীগ নেতা,৩৪। আবুল কাশেম পল্লব (৫৫),সাবেক উপজেলা চেয়ারম্যান,বিয়ানীবাজার, সর্ব-জেলা সিলেট। ৩৫।
অভিজিৎ রায় (৫০),উপজেলা ভ‚মি অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) গোলাপগঞ্জ, ৩৬। মাসুদুল আমিন (৫০) ,অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ মডেল থানা, বিপি নম্বর (৮২১১১৫৯৬৭০), ৩৭। সুমন চন্দ্র সরকার (৪৫),পুলিশ পরিদর্শক তদন্ত গোলাপগঞ্জ মডেল থানা, বিপি নম্বর(৮৫১১১৩৪২৪২), ৩৮। শংকর নন্দী মজুমদান (৪২), পুলিশ পরিদর্শক (অপারেসন্স), বিপি নম্বর (৬৯৮৮০৯৬৭৪৫) গোলাপগঞ্জ মডেল থানা,৩৯। এসআই রাজিব কুমার রায় (৪০),বিপি নম্বর (৮৮১৪১৭১১০৫),৪১।

এসআই এখলাছ (৪২),বিপি নম্বর (৯০১৯২২৪১৮৮),৪৩। এসআই হাফিজুর রহমান (৪৪),বিপি নম্বর (৭৯৯৭০১৫৪০৬) ,৪৫। এসআই আসিফ ইকবাল (৪৬),বিপি নম্বর (৯৪২১২৩৭৯৩৮),৪৭। এসআই বিকাশ সরকার (৪৮),বিপি নম্বর(৯৩২০২২৬১৭০),৪৯। এএসআই সমীরন চন্দ্র দেব (৫০) বিপি নম্বর (৭৭০০০৯৭৭৫৭)। ৫১। মোঃ শাহিন উরফে কসাই শাহিন (৩৫),পিতা-কামাল মিয়া @ বাবুর্চী কামাল,সাং-হাজারীভাগ,শাহী ঈদগাহ,থানা-এয়ারপোর্ট, মহানগর যুবলীগ নেতা,জেলা-সিলেট, সহ অজ্ঞাত ৩০/৪০ জন