নিজে নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন ড. ইউনূস

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

নিজে নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন ড. ইউনূস

বাংলা সিলেট ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদমাধম নিউইয়র্ক টাইমসের আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘ ২৫ মিনিট কথা বলেন।

এই আলোচনায় ৫ আগস্টের গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাসহ বিভিন্ন বিষয় ওঠে আসে।

অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন “আপনার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে?”। জবাবে ড. ইউনূস বলেন, “আমাকে দেখে কী আপনার মনে হয় নির্বাচন করব? আমি নির্বাচন করব না।”

সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্ন করে বলেন, “আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনাই নেই?”। ইউনূস বলেন, “না, না কোনোভাবেই নয়।”

অপরদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, “কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত।”

এ সংক্রান্ত আরও সংবাদ