ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে রাষ্ট্রদূতদের প্রত্যাহার

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে রাষ্ট্রদূতদের প্রত্যাহার

বাংলা সিলেট ডেস্ক: বড় কূটনৈতিক রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। এবার প্রতিবেশি দেশ ভারতের রাষ্ট্রদূতসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাসেলস, ক্যানবেরা, লিসবন, নয়াদিল্লি এবং নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনের রাষ্ট্রদূতকে অবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে।

তিনি জানান, ওই কর্মকর্তাদের অবিলম্বে তাদের দায়িত্ব হস্তান্তর করতে এবং ফিরে আসতে বলা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এই কর্মকর্তা।

যে পাঁচ কূটনীতিককে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন- ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসতে নির্দেশনা দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ