ভারতে অনুপ্রবশের চেষ্টাকালে মাধবপুর সীমান্ত থেকে আটক ৫

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

ভারতে অনুপ্রবশের চেষ্টাকালে মাধবপুর সীমান্ত থেকে আটক ৫

বাংলা সিলেট ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘর-সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানান- সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালদের মাধ্যমে তারা জন প্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার মেঘনাপাড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫) এবং অমল চন্দ্র দাসের স্ত্রী গীতা রানী দাস (৩০), হবিগঞ্জের বানিয়াচং থানার বিথলং গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) একই গ্রামের মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেশ দাসের স্ত্রী সতী দাস(২৭)।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি’র সদস্যরা উল্লেখিত লোকদের আটক করে। মামলা দায়ের করে রাতই তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।