ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করেছে।
আটকরা হলেন-মাগুরা জেলার শ্রীপুর থানার কপরিযা গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), বিনয় দত্তের মেয়ে দীঘি জোয়াদ্দার (১৪) ও একই জেলার শালিখা থানার সাবরি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।
এদিকে অভিযান টের পেয়ে রূপন নামে (২২) পালিয়ে যান বলে জানায় বিজিবি। তিনি গোয়াইনঘাট উপজেলার মাতুরতল বাজার এলাকার আগলাছপুর গ্রামের রতন সরকারের ছেলে।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। আটক তিন নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD