ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে মানবপাচার মামলার আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে র্যাবের সহায়তায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সিংহগ্রামের নোয়াব আলীর ছেলে বিএনপি নেতা হারিছ মিয়া (৪৯), বামৈ পশ্চিম গ্রামের ফজলু মিয়ার ছেলে সুমন মিয়া, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. তোফায়েল (২০) ও মাধবপুর উপজেলার সিংহগ্রামের মৃত ছোয়াব মিয়ার মেয়ে সরুপা খাতুন ওরফে রিয়া (২৪)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামীদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, আসামীদের গ্রেফতারের পর আজ শনিবার তাদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।’
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD