ঢাকা ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪
বাংলা সিলেট ডেস্ক: সিলেট মহানগর বিএনপির অর্ন্তগত ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান আহমদ সুমন ও ২৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে বহিস্কার করেছে সিলেট মহানগর বিএনপি।
সোমবার (১৪ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে এই বহিস্কার আদেশ প্রদান করা হয়।
গণমাধ্যমে প্রেরিত বিবৃতি অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করায় এবং অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ, ২৫ নং ওয়ার্ড ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ সকল পদ থেকে তাদেরকে বহিষ্কার হয়েছে।
সম্পাদকীয় কার্যালয় : আছমান ম্যানশন, কদমতলী সিলেট। নিউজ : ০১৬-৪২৫০৫৪৬৬
Design and developed by DHAKA-HOST-BD